রবিবার, ৯ আগস্ট, ২০২০

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নির্দেশিকা

 ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নির্দেশিকা


=====================================


📌 আবেদন, ফল প্রকাশ ও ভর্তির সময়সূচি 


✍ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে :

→ ভর্তির অন-লাইন আবেদন গ্রহণ : ০৯/০৮/২০২০ থেকে ২০/০৮/২০২০ (১৫ আগস্ট, ২০২০ জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে)


→ ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ :  

২৫/০৮/২০২০ (রাত ৮ঃ০০ টায়)


→ শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) :  ২৬/০৮/২০২০ থেকে ৩০/০৮/২০২০ 

(রাত ৮ঃ০০ টা পর্যন্ত)


→ ২য় পর্যায়ের আবেদন গ্রহণ : ৩১/০৮/২০২০ থেকে ০২/০৯/২০২০ (রাত ৮ঃ০০ পর্যন্ত)


→ পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ :

০৪/০৯/২০২০ (রাত ৮ঃ০০ টায়)


→ ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : ০৪/০৯/২০২০ (রাত ৮ঃ০০ টার)


→ ২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না  করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) : 

০৫/০৯/২০২০ থেকে ০৬/০৯/২০২০ (বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত)


→ ৩য় পর্যায়ের আবেদন গ্রহন : ০৭/০৯/২০২০ থেকে ০৮/০৯/২০২০


→ পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ

১০/০৯/২০২০ (রাত ৮ঃ০০ টার)


→ ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : ১০/০৯/২০২০ (রাত ৮ঃ০০ টার)


→ ৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) : ১১/০৯/২০২০ থেকে ১২/০৯/২০২০  (রাত ৮ঃ০০ টা পর্যন্ত)


→ কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ : ১৩/০৯/২০২০ (সকাল ৮ঃ০০ টার)


→ ভর্তি : ১৩/০৯/২০২০ থেকে ১৫/০৯/২০২০


আবেদন ফি : ১৫০ টাকা (বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ, সোনালী বাংক বা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ মমতাজ বেগম দোয়া চেয়েছেন।

  মেম্বার পদপ্রার্থী মোসাঃ মমতাজ বেগম  দোয়া চেয়েছেন। আসন্ন  ২৮ নভেম্বর ২০২১ ইংরেজি  মির্জাগন্জ উপজেলায় ৬নং  মজিদবাড়িয়া  ইউনিয়ন পরিষদ নির্বাচ...