বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

মজিদবাড়িয়া কলেজের সামনের ব্রিজটি বেহাল অবস্থা। এলাকাবাসী চায় দ্রুত সংস্কার

চিএঃঅবহেলিত  ব্রিজ।

ভয়াং, সুলতানাবাদ,তাজেম ব্রিজ থেকে  চান্দুখালি  গমনের অন‍্যতম যাতায়াত  মাধ্যম এই সড়কটি। এই সড়কের উপর মজিদবাড়িয়া কলেজের পিছনের খালের উপর  ব্রিজটি অনেকদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। 
প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে শত শত মানুষের যাতায়াত হয়।। অনেক গাড়ি পারাপার করে এই ব্রিজ দিয়ে।
ব্রিজের মাঝখানে রয়েছে একটি বড় ছিদ্র ও দুই পাশের রেলিং ভাঙ্গা। যার কারণে জনসাধারণ সহ গাড়ি চলাচল  খুবই ঝুঁকিপূর্ণ।

যার কারণে কোন গাড়ি ভয়াং, সুলতানাবাদ,তাজেম ব্রিজ  থেকে  চান্দুখালি যাওয়া আসা অসম্ভব হয়ে গেছে। বিকল্প পথ ব্যবহার করলে গুনতে হয় অতিরিক্ত টাকা।

 এখন পর্যন্ত এই ব্রিজের কোন  সংস্কার হয়নি।

ব্রিজটির এই বেহাল অবস্হার কারনে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে  সুলতানাবাদ,গাজী বাড়ি, হোসাইনিয়ার,তারাবুনিয়া,চান্দখালিগামী মানুষরা। এলাকাবাসী চায়  দ্রুত সংস্কার। 

তাই সংশ্লিষ্ট শাখার উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সংস্কার কাজ শুরু করা হোক।

জাবের/সুলতানাবাদ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ মমতাজ বেগম দোয়া চেয়েছেন।

  মেম্বার পদপ্রার্থী মোসাঃ মমতাজ বেগম  দোয়া চেয়েছেন। আসন্ন  ২৮ নভেম্বর ২০২১ ইংরেজি  মির্জাগন্জ উপজেলায় ৬নং  মজিদবাড়িয়া  ইউনিয়ন পরিষদ নির্বাচ...