ইউপি নির্বাচন ২০২১ কে সামনে রেখে মজিদবাড়িয়া ইউনিয়নের জমে উঠেছে নির্বাচনীয় প্রচার-প্রচারণা।
আসছে ইউপি নির্বাচন ২০২১ পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।যার প্রথম ধাপ আগামী ২২ শে মার্চ (সম্ভাব্য )তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইউপি নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিবাড়িয়া ইউনিয়নে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।
এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা দেয় সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট ও দোয়া চাচ্ছেন।
স্থানীয় মুরুব্বীরা বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীরা ব্যানার-ফেস্টুন সহ দিনব্যাপী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে চেয়ারম্যান পদপ্রার্থীর ও ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মানুষের মন জয় করার জন্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি ।
সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন