করোনার মত মহামারী মাঝে মির্জাগঞ্জ উপজেলায়
ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে।
প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি হচ্ছেন সুবিদখালী সরকারি হাসপাতালে।
হঠাৎ করে ডায়রিয়া বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে স্যালাইন।
সুবিদখালী সরকারি হাসপাতাল সূত্রে জানা যায় হঠাৎ করে অত্যাধিক গরম, নদী ও খাল বিলে লবণাক্ত পানির ব্যবহার ও মৌসুমী খাবার তরমুজের কারণেই ডায়রিয়া রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে যারা কারণে সংকটে পড়েছে স্যালাইন।
হাসপাতাল সূত্রে জানা যায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রোগীদের চিকিৎসা দেখতে হিমশিম খাচ্ছেন হাসপাতালটি।
উপজেলার বিভিন্ন ফার্মেসিতে ঘুরে ও পাওয়া যাচ্ছে না খাবার স্যালাইন এবং ডায়রিয়ার স্যালাইন।
তবে হাসপাতাল সূত্র জানায় জানা যাচ্ছে সেলাইন সংকটে পড়লেও দুই-একদিনের ভিতরে সংকট কেটে যাবে।
তবে উপজেলার বিভিন্ন সংস্থা ন্যায্যমূল্যে স্যালাইন বিক্রি করলেও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারনে সবাইকে স্যালাইন দিতে পারছেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন